প্রতিটি কম্পিউটার নেটওয়ার্ক বিভিন্ন ধরনের হার্ডওয়্যার, সফটওয়্যার ও অন্যান্য কম্পোনেন্টের সমন্বয়ে গঠিত। একটি কম্পিউটার নেটওয়ার্ক পিসি, প্রিন্টার, সার্ভার, আইপি ফোন, স্মার্ট ফোন, সিসি ক্যামেরা, প্রভৃতি ডিভাইস এবং অন্যান্য কম্পোনেন্টের সমন্বয়ে কাজ করে। নিচের চিত্রে ছোট পরিসরের কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে।

Reference: CSL Training এর Network Essentials (Networking 101) এর বই থেকে সংগৃহীত।
