Oct 16, 2025

Linux Commands are Commonly Use – 11

➡101. ‘ls’ কমান্ড ব্যবহার করে ডিরেক্টরির মধ্যে সকল ফাইল/ডিরেক্টরির লিস্ট পাওয়া যাবেঃ

[root@desktop ~]# ls

Documents   Music      Public     Videos

Desktop     Downloads  Pictures   Templates

➡102. ‘lsblk’ কমান্ড ব্যবহার করে সিস্টেমের ডিস্ক (Storage) লে-আউট জানা যাবেঃ

[root@desktop ~]# lsblk

sda        8:0   0    30G     0    disk

├─sda1     8:1   0    500M    0    part /boot

├─sda2     8:2   0    20G     0    part /

├─sda3     8:3   0    2G      0    part

├─sda4     8:4   0    1K      0    part

└─sda5     8:5   0    3G      0    part [SWAP]

➡103. ‘lsmod’ কমান্ড ব্যবহার করে লিনাক্স কার্নেলের বিভিন্ন মডিউলের তথ্য পাওয়া যাবেঃ

[root@desktop ~]# lsmod

[root@desktop ~]# lsmod | grep fuse

➡104. ‘lvdisplay’ বা ‘lvscan’ কমান্ড ব্যবহার করে লজিক্যাল ভলিউমের (LV) লিস্ট জানা যাবেঃ

[root@desktop ~]# lvdisplay

[root@desktop ~]# lvscan

➡105. ‘man’ কমান্ড ব্যবহার করে যেকোনো কমান্ডের ম্যানুয়াল (man) বা কমান্ডের বিস্তারিত জানা যাবেঃ

[root@desktop ~]# man ifconfig

[root@desktop ~]# man ping

➡106. ‘mkdir’ কমান্ড ব্যবহার করে লিনাক্স সিস্টেমে নতুন ডিরেক্টরি (Folder) তৈরি করা যায়ঃ

[root@desktop ~]# mkdir newdir

[root@desktop ~]# mkdir dir1 dir2 dir3

[root@desktop ~]# ls

➡107. ‘mkfs’ কমান্ড ব্যবহার করে লিনাক্স সিস্টেমের পার্টিশন ফরম্যাট করা যায়ঃ

[root@desktop ~]# mkfs.ext4 /dev/sda5

[root@desktop ~]# mkfs.xfs /dev/sda6

[root@desktop ~]# mkfs.vfat /dev/sda7

নোটঃ উপরের প্রথম কমান্ডে সিস্টেমের ‘/dev/sda5’ পার্টিশনকে ‘ext4’ ফাইল সিস্টেমে, ‘/dev/sda6’ পার্টিশনকে ‘xfs’ ফাইল সিস্টেমে এবং ‘/dev/sda7’ পার্টিশনকে ‘FAT32’ ফাইল সিস্টেমে ফরম্যাট করা হয়েছে।

➡108. ‘more’ কমান্ড ব্যবহার করে ফাইলের বা কমান্ড আউটপুটের উপর থেকে নিচ পর্যন্ত দেখা যাবেঃ

[root@desktop ~]# more /etc/passwd

নোটঃ কীবোর্ড থেকে এন্টার (Enter) প্রেস করে করে উপর থেকে নিচে যাওয়া যাবে, কিন্ত উপরে উঠা যাবে না। ‘more’ কমান্ড থেকে বের হওয়ার জন্য কীবোর্ড থেকে ‘q’ বাটন প্রেস করতে হবে।

➡109. ‘mount’ কমান্ড ব্যবহার করে Hard Disk, DVD, USB, Network শেয়ার ইত্যাদি মাউন্ট করা হয়ঃ      

[root@desktop ~]# mount /dev/sr0  /media

[root@desktop ~]# mount /dev/sdb1 /mnt

[root@desktop ~]# mount –t nfs 172.25.11.10:/nfsdata  /mnt

[root@desktop ~]# mount /dev/sda5 /mnt

  • প্রথম কমান্ডটি ব্যবহার করা হয়েছে ‘DVD’ মাউন্ট করার জন্য।
  • দ্বিতীয় কমান্ডটি ব্যবহার করা হয়েছে ‘USB (Pendrivde)’ মাউন্ট করার জন্য।
  • তৃতীয় কমান্ডটি ব্যবহার করা হয়েছে ‘NFS Share’ মাউন্ট করার জন্য।
  • চতুর্থ কমান্ডটি ব্যবহার করা হয়েছে ‘HDD Partition’ মাউন্ট করার জন্য।

➡110. ‘mv’ কমান্ড ব্যবহার করা হয় ফাইল/ডিরেক্টরি ‘Cut/Move/Rename’ করার জন্যঃ       

[root@desktop ~]# touch file1

[root@desktop ~]# mv file1 file2

[root@desktop ~]# ls

file2

নোটঃ প্রথমে ‘file1’ নামে একটা ফাইল তৈরি করা হয়েছে, তারপর ‘file1’ কে rename করে ‘file2’ করা হয়েছে।

Avatar photo
Md. Azaj Ikbal

Red Hat | CentOS | Ubuntu | Shell Scripting | Server Hardening | Server Clustering | Virtualization | VMware | vSphere | vCenter | ESXi | vMotion | SAN Storage | vSAN | VMware Data Center | Windows Server Domain Controller | DNS & DNS Sec | RADIUS | Cacti | Observium | GrayLog | Veeam Backup | Huawei Networking | Cisco Networking | IP Telephony | Server Admin | Network Engineer