Oct 14, 2025

Group Account Management on Linux

এই পোস্টে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে, আমরা একটা গ্রুপ তৈরি করবো যেটার নাম ‘linuxadmin’ এবং এই গ্রূপের GID (group ID) হবে 5000 এবং আরেকটা গ্রুপ তৈরি করা হবে, যেটার নাম ‘sales’  এবং GID হবে 6000, পরবর্তীতে ‘sales’ গ্রুপের নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হবে ‘marketing’ এবং ‘linuxadmin’ গ্রুপের GID পরিবর্তন করে নতুন GID দেওয়া হবে ‘7000’ । এরপর যেটা করা হবে সেটা হলো, কোনও একজন ইউজার ‘user1′ কে ‘linuxadmin’ গ্রুপে যুক্ত করা হবে। শেষে প্রতিটা Group, GID এবং user চেক করা হবে এবং পরবর্তীতে ‘marketing’ গ্রুপটি রিমুভ করা হবে।

➡ নতুন একটা ‘linuxadmin’ নামে গ্রুপ তৈরী করা হয়েছে GID 5000 দিয়েঃ

➡ আরেকটা ‘sales’ নামে আরেকটা গ্রুপ তৈরি করা হবে GID 6000 দিয়েঃ

➡ গ্রুপ তৈরি হইছে কিনা নিচের কমান্ডের মাধ্যমে চেক করতে পারিঃ

➡ এখন ‘sales’ গ্রুপের নাম পরিবর্তন করে নতুন নাম ‘marketing’ দেওয়া হবেঃ

➡ এখন ‘linuxadmin’ গ্রুপের GID পরিবর্তন করে নতুন GID ‘7000 দেওয়া হবেঃ

➡ এখন একজন ইউজার ‘user1’ কে ‘linuxadmin’ গ্রুপে যুক্ত ক্রয়া হবেঃ

➡ কোনও গ্রুপের পাসওয়ার্ড সেট করার জন্য নিচের কমান্ড। কোনও ইউজার যদি ‘linuxadmin’ গ্রুপে যুক্ত হতে চাই, তাহলে তাকে উক্ত পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।

➡ অনেক ইউজারকে একসাথে নির্দিষ্ট কোনও গ্রুপে যুক্ত করার জন্য নিচের কমান্ড।

Avatar photo
Md. Azaj Ikbal

Red Hat | CentOS | Ubuntu | Shell Scripting | Server Hardening | Server Clustering | Virtualization | VMware | vSphere | vCenter | ESXi | vMotion | SAN Storage | vSAN | VMware Data Center | Windows Server Domain Controller | DNS & DNS Sec | RADIUS | Cacti | Observium | GrayLog | Veeam Backup | Huawei Networking | Cisco Networking | IP Telephony | Server Admin | Network Engineer