এই পোস্টে RHEL/CentOS অপারেটিং সিস্টেম কিভাবে ডাউনলোড করতে হয় এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হবে।RHEL অথবা CentOS এর ইন্সটল পদ্ধতি একই রকম, কিন্ত অপারেটিং সিস্টেমে ডাউনলোড করার পদ্ধতি একটু ভিন্ন। Red Hat Enterprise Linux (RHEL) 10 ডাউনলোড করার জন্য Red Hat এর ওয়েব সাইটে যেতে হবে এবং একাউন্ট তৈরি (Signup) করার পরে অপারেটিং সিস্টেমের ISO ফাইল ডাউনলোড করা যাবে। এই জন্য দরকার হবে একটি ইমেইল আইডি, যেটা পূর্বে ব্যবহার করা হয়নি। নিচের স্ক্রিনশট অনুযায়ী প্রথমে Red Hat এর ওয়েব সাইট ‘www.redhat.com’ –এ যেতে হবে। এরপরে উপরের ডান পাশ থেকে ‘Log in’ মেনুতে ক্লিক করলে নিচের স্ক্রিনশট অনুযায়ী ‘Log in or register’ অপশন আসবে।

যদি আগে থেকে ইউজার নাম ‘+’ পাসওয়ার্ড জানা থাকে তাহলে নিচের স্ক্রিনশট অনুযায়ী ‘Red Hat login’ অপশনে ইউজার নাম (email ID) + পাসওয়ার্ড দিয়ে পোর্টালে লগইন করা যাবে। অন্যদিকে নতুন ইউজার হলে নিচের অপশন ‘Register for a Red Hat Account’ –এ ক্লিক করে নতুন একাউন্ট তৈরি করার পরে Red Hat এর ওয়েব পোর্টালে লগইন করা যাবে।


উপরের স্ক্রিনশট অনুযায়ী ‘Register for a Red Hat Account’ -এ ক্লিক করলে নিচের স্ক্রিনশট অনুযায়ী আসবে। এখানে ইউজারের বিভিন্ন তথ্য (Login Name, Password, Email ID, Address) দেওয়ার পরে নতুন একাউন্ট তৈরি করা যাবে এবং সেই একাউন্ট ব্যবহার করে অপারেটিং সিস্টেম ডাউনলোড করা যাবে। পাশাপাশি Red Hat Enterprise Linux সাবসক্রিপশন (Subscription) এক্টিভেট করার সময় প্রয়োজন হবে।

Red Hat এর ওয়েব পোর্টালে লগইন করার পর নিচের স্ক্রিনশট অনুযায়ী ‘Products –এ ক্লিক করলে Red Hat এর বিভিন্ন প্রডাক্টের লিস্ট আসবে। এখান থেকে Red Hat Enterprise Linux –এ ক্লিক করতে হবে।

এরপরে নিচের স্ক্রিনশট অনুযায়ী ‘Try it’ অপশন আসবে। যেহেতু RHEL 10 অপারেটিং সিস্টেম ৬০ দিনের জন্য ফ্রি ব্যবহার (আপডেট সহ) করার সুযোগ দেয়, সুতরাং ‘Try it’ তে ক্লিক করলে Trial ভার্শন ডাউনলোড শুরু হবে। উল্লেখ্য, অপারেটিং সিস্টেম ডাউনলোড করার পূর্বে ইমেইল ভেরিফিকেশন করা প্রয়োজন।


আগের স্ক্রিনশটের মাধ্যমে Red Hat Enterprise Linux 10 ডাউনলোড করার পদ্ধতি আলোচনা করা হয়েছে। এখন CentOS Stream ডাউনলোড করার পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে। CentOS Stream ডাউনলোড করার জন্য কোনও লগইন আইডি + পাসওয়ার্ড প্রয়োজন নেই। সরাসরি CentOS এর ওয়েব সাইট থেকে ডাউনলোড করা যাবে। পরবর্তী স্ক্রিনশট অনুযায়ী, ব্রাউজারে ‘www.centos.org/download’ টাইপ করে এন্টার দিলে সরাসরি CentOS Stream ডাউনলোড করার অপশন আসবে। নিচের স্ক্রিনশট অনুযায়ী সর্বশেষ রিলিজ (CentOS Stream 10) ডাউনলোড করা যাবে। পাশাপাশি পুরাতন ভার্সন CentOS Stream 9 ডাউনলোড করার সুবিধাও আছে।

উপরের স্ক্রিনশট অনুযায়ী ISOs Mirrors এর উপরে ক্লিক করলে নিচের স্ক্রিনশট অনুযায়ী ডাউলোড শুরু হবে।

