Oct 15, 2025

Components of a Computer Network

একটি কম্পিউটার নেটওয়ার্ক মাত্র দুটি ডিভাইস সংযোগ করে তৈরি করা যেতে পারে, আবার হাজারো ডিভাইস পরস্পরের সাথে যুক্ত করেও গঠন করা সম্ভব। একটি কম্পিউটার নেটওয়ার্ক বিভিন্ন ধরনের কম্পোনেন্টের সমন্বয়ে গঠিত। কম্পিউটার নেটওয়ার্কিংয়ে ব্যবহৃত ডিভাইস এবং কম্পোনেন্টগুলোকে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে পারি। যেমন, কিছু হার্ডওয়্যার কম্পোনেন্ট, আবার কিছু সফটওয়্যার কম্পোনেন্ট। হার্ডওয়্যার ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট রয়েছে, যেগুলো ছাড়া নেটওয়ার্কিং করা সম্ভব নয়। যেমনঃ নেটওয়ার্ক প্রটোকল, অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন/সার্ভিস ইত্যাদি।নিচের টেবিলে নেটওয়ার্কিংয়ে ব্যবহৃত বিভিন্ন কম্পোনেন্টগুলোর তালিকা উল্লেখ করা হয়েছেঃ

Component TypesList of Components
Networking DevicesPC, Smart Phone, Server, Switch, Router, Firewall, Wireless Access Point (AP), Modem, Network Printer, IP Phone, CC Camera, etc.
Networking MediaCopper (Coaxial, UTP, STP), Wireless, Fiber Optics
Networking ProtocolsTCP/IP, UDP, Ethernet, ICMP, ARP, STP, VTP, OSPF, EIGRP, etc.
Operating SystemWindows, MacOS, UNIX, Linux, Embedded, Mobile OS, etc.
Application or ServicesWeb, Printing, Chat, Database, Email, Telnet, SSH, HTTP, FTP, DNS, DHCP, NTP, Proxy, SNMP, TFTP, etc.
Table: Components of Computer Network

নেটওয়ার্কে ব্যবহৃত বিভিন্ন ধরনের হার্ডওয়্যার সমূহকে নিন্মলিখিত ক্যাটাগরিতে ভাগ করা যেতে পারেঃ 

  • End DeviceEnd Devices মূলত সেই ডিভাইস, যা নেটওয়ার্কের শেষ প্রান্তে থাকে এবং ইউজার সরাসরি ব্যবহার করে। যে ডিভাইস ব্যবহার করে ইউজার ইন্টারনেট বা নেটওয়ার্ক ভিত্তিক বিভিন্ন সার্ভিস (Mail, Web, Printing, File, Phone, etc.) ব্যবহার করে, অথবা যে উদ্দেশ্যে নেটওয়ার্ক সেটআপ করা হয়, তা End Device এর মাধ্যমে বাস্তবায়িত হয়।
  • কম্পিউটার ও ল্যাপটপ (PC, Laptop, Workstation)
    • স্মার্টফোন ও ট্যাবলেট (Smartphone, Tablet)
    • আইপি ফোন (IP Phone, VoIP Devices)
    • প্রিন্টার (Network Printer)
    • সার্ভার (File Server, Web Server, Mail Server ইত্যাদি)
    • স্মার্ট টিভি (Smart TV, IPTV Devices)
    • ভিডিও কনফারেন্সিং সিস্টেম (Video Conferencing Equipment)
    • IoT ডিভাইস (Smart Home Devices, CCTV, IoT Sensors, Smart Door Lock ইত্যাদি)
  • Intermediary Device – Intermediary Devices হলো এমন ডিভাইস যেগুলো নেটওয়ার্কের মধ্যে ডেটা ট্রান্সমিশন, রাউটিং, ট্র্যাফিক ফিল্টারিং এবং নেটওয়ার্ক ম্যানেজমেন্টের কাজ করে। বিভিন্ন নেটওয়ার্ক, নেটওয়ার্ক সেগমেন্ট (Segments), এবং নেটওয়ার্ক ডিভাইসগুলিকে একত্রে সংযুক্ত করতে, নেটওয়ার্কে বিভিন্ন সার্ভিস সরবরাহ করতে, এবং নেটওয়ার্কে বিভিন্ন ডেটা প্যাকেট ফিল্টারিংয়ের জন্য Intermediary Devices ব্যবহৃত হয়। এই ডিভাইসগুলোতে ইউজার-ভিত্তিক কোনো অ্যাপ্লিকেশন চলে না, তবে নেটওয়ার্ক সার্ভিস ২৪/৭ সচল রাখার জন্য বিভিন্ন ধরনের Intermediary Devices ব্যবহৃত হয়।
  • Router – নেটওয়ার্কের মধ্যে ডাটা রাউটিং ও নেটওয়ার্ক সংযোগ নিয়ন্ত্রণ করে।
    • Switch – একাধিক ডিভাইসকে নেটওয়ার্কে সংযুক্ত করে ডাটা ট্রান্সমিশন পরিচালনা করে।Bridge – দুটি বা তার বেশি নেটওয়ার্ক সেগমেন্ট সংযুক্ত করে।Access Point (AP) – ওয়্যারলেস ডিভাইসের জন্য নেটওয়ার্ক অ্যাক্সেস সরবরাহ করে।Access Point Controller – একাধিক Access Point ম্যানেজ করার জন্য ব্যবহার হয়।Firewall – নেটওয়ার্ক সিকিউরিটি নিশ্চিত করে এবং অপ্রয়োজনীয় ট্রাফিক ব্লক করে।Server – নেটওয়ার্কে নির্দিষ্ট সার্ভিস (ওয়েব, ই-মেইল, ফাইল শেয়ারিং) সরবরাহ করে।
    • Storage – নেটওয়ার্কে ডাটা সংরক্ষণ ও শেয়ার করার জন্য ব্যবহৃত হয়।
  • Network Mediaনেটওয়ার্ক মিডিয়া হলো একটি মাধ্যম যার মাধ্যমে ডেটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরিত হয়।নেটওয়ার্ক মিডিয়া কোনো অ্যাক্টিভ (Active) ডিভাইসের মধ্যে পড়ে না, তবে নেটওয়ার্কের প্রতিটি ডিভাইসকে পরস্পরের সাথে সংযুক্ত করতে এটি অপরিহার্য। নেটওয়ার্ক মিডিয়া প্রধানত তিন (০৩) প্রকারঃ 
    • কপার (Copper) মিডিয়া – সাধারণত LAN নেটওয়ার্কে ব্যবহৃত হয়।
    • অপটিক্যাল ফাইবার (Optical Fiber) – দীর্ঘ দূরত্ব, উচ্চগতির জন্য উপযোগী।
    • ওয়্যারলেস (Wireless) মিডিয়া – রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে ডেটা ট্রান্সমিশন করে।
Figure: Components of a Network

Reference: CSL Training এর Network Essentials (Networking 101) এর বই থেকে সংগৃহীত।

Avatar photo
Md. Azaj Ikbal

Red Hat | CentOS | Ubuntu | Shell Scripting | Server Hardening | Server Clustering | Virtualization | VMware | vSphere | vCenter | ESXi | vMotion | SAN Storage | vSAN | VMware Data Center | Windows Server Domain Controller | DNS & DNS Sec | RADIUS | Cacti | Observium | GrayLog | Veeam Backup | Huawei Networking | Cisco Networking | IP Telephony | Server Admin | Network Engineer