নেটওয়ার্ক কাভারেজ এরিয়া, নেটওয়ার্ক আর্কিটেকচার, নেটওয়ার্ক ব্যবহার করার উদ্দেশ্য, ইউজার সংখ্যা, নেটওয়ার্ক ডিভাইস, ইত্যাদি বিষয়ের উপরে ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্কেকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। সেগুলার মধ্যে উল্লেখযোগ্য কিছু লিস্ট নিচে উল্লেখ করা হয়েছেঃ
- Local Area Network (LAN)
- Wide Area Network (WAN)
- Personal Area Network (PAN)
- Campus Area Network (CAN)
- Storage Area Network (SAN)
✅Local Area Network (LAN)
LAN (Local Area Network) বা Intranet খুব স্বল্প পরিসরের মধ্যে হয়ে থাকে, অর্থাৎ যে নেটওয়ার্কের সাইজ ছোট এবং শুধুমাত্র লোকাল নেটওয়ার্কের মধ্যেই সীমাবদ্ধ, যে নেটওয়ার্কের সাথে অন্য কোনো নেটওয়ার্কের যোগাযোগ নেই, যে নেটওয়ার্কে ইউজার সংখ্যা সীমিত, এই ধরনের নেটওয়ার্কে LAN (Local Area Network) বলে। LAN নেটওয়ার্কের হোস্ট (PC, Network Printer, IP Phone, etc.) সমূহ একটি অপরটির সাথে নেটওয়ার্ক সুইচ (Switch) অথবা হাব (Hub) এর মাধ্যমে যুক্ত থাকে। LAN নেটওয়ার্কে ইউজার সংখ্যা বেশি হলে একাধিক সুইচ/হাব যুক্ত করে নেটওয়ার্কের পরিধি বাড়ানো যায়। ক্যাবল বা ওয়্যারলেস উভয় মিডিয়া ব্যবহার করে LAN নেটওয়ার্ক তৈরি করা যায়। তবে, LAN নেটওয়ার্ক তৈরি করতে কোনো রাউটার বা ইন্টারনেট কানেকশনের প্রয়োজন নেই। একটি LAN নেটওয়ার্কে যে সকল কম্পোনেন্ট সমূহ থাকতে পারে, সেই গুলার একটা লিস্ট নিচে উল্লেখ করা হয়েছেঃ
- End User Devices – PC, IP Phone, Network Printer, CC Camera, Server, etc.
- LAN Media (Wired/Wireless) – UTP Cable, Radio Frequency
- Network Hub/Switch/Access Point (AP)
নিচে Local Area Network (LAN) এর একটি চিত্র দেওয়া হয়েছে, যেখানে নেটওয়ার্কের প্রতিটি হোস্ট (PC, Printer, Server, IP Phone) নেটওয়ার্ক সুইচের মাধ্যমে একটি অপরটির সাথে যুক্ত আছে।

✅Wide Area Network (WAN)
WAN বা Wide Area Network যেখানে অনেকগুলা নেটওয়ার্ক (LAN, Remote Office, Branch, Home User) পরষ্পার একটি অপরটির সাথে যুক্ত থাকে। LAN যেখানে একটি বিল্ডিং এর মধ্যে সীমাবদ্ধ, WAN সেখানে বিল্ডিং হতে বিল্ডিং, ক্যাম্পাস হতে ক্যাম্পাস, এক শহর থেকে আরেক শহর কিংবা এক দেশে হতে অন্য দেশের মধ্যে হতে পারে। WAN নেটওয়ার্ক পাবলিক নেটওয়ার্ক হিসেবেও থাকতে পারে, আবার অনেক অর্গানাইজেশনের প্রাইভেট WAN নেটওয়ার্ক থাকতে পারে, যেখানে অন্য কোন নেটওয়ার্কের সাথে যোগাযোগ নেই। WAN নেটওয়ার্কে ইন্টারনেট কানেকশন থাকতে হবে এমন কোন কথা নেই, তবে পাবলিক নেটওয়ার্ক বা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন LAN নেটওয়ার্ক, হোম নেটওয়ার্ক, অফিস নেটওয়ার্ক, ব্রাঞ্চ নেটওয়ার্ক, WAN নেটওয়ার্কের অন্তর্ভুক্ত করা যায়।
WAN নেটওয়ার্কে যে সকল কম্পোনেন্ট সমূহ থাকতে পারে সেটার একটা লিস্ট নিচে দেওয়া হয়েছেঃ
- WAN Media (Copper Cable, Optical Fiber, Wireless Link)
- Router (Gateway)
- Firewall (Security Device)
- VPN Concentrators
- Modem
- Load Balancer
নিচে WAN এর একটি চিত্র দেওয়া হয়েছে, যেখানে LAN নেটওয়ার্ক, হোম নেটওয়ার্ক, অফিস নেটওয়ার্ক, ক্যাম্পাস নেটওয়ার্ক, ব্রাঞ্চ অফিস, WAN এর মাধ্যমে একটি অপরটির সাথে যুক্ত আছে।

✅Personal Area Network (PAN)
PAN বা Personal Area Network এক ধরনের কম্পিউটার নেটওয়ার্ক যেখানে একটি নির্দিষ্ট এরিয়ার মধ্যে কিছু ডিভাইস একটি অপরটির সাথে যুক্ত থাকে। PAN নেটওয়ার্ক মূলত ব্যাক্তিগত কাজে ব্যবহার করার জন্য বা সাময়িক ভাবে ব্যবহার করার জন্য তৈরি করা হয়। ফাইল শেয়ারিং, প্রিন্টিং, গেমিং, বিভিন্ন ডিভাইস চালাতে PAN নেটওয়ার্ক ব্যবহার করা হয়। একটি PAN নেটওয়ার্কের পরিধি দশ (১০) মিটার পর্যন্ত হতে পারে, যেখানে Wi-Fi Hotspot, Infrared (IR), Bluetooth, USB/Cable এর মাধ্যমে বিভিন্ন ডিভাইস, যেমনঃ পিসি, ট্যাবলেট, প্রিন্টার, স্মার্ট টিভি, স্মার্ট ওয়াচ, স্মার্ট ফোন, স্পিকার, ভিডিও গেম কনসোল, ইত্যাদি একটি অপরটির সাথে যুক্ত থাকে। নিচে PAN নেটওয়ার্কের একটি চিত্র দেওয়া হয়েছে, যেখানে ছোট এরিয়ার মধ্যে কিছু ডিভাইস একত্রে সংযুক্ত আছে।

✅Campus Area Network (CAN)
CAN বা Campus Area Network এক ধরনের এন্ট্রারপ্রাইজ নেটওয়ার্ক যেখানে অনেক গুলা LAN একত্রে যুক্ত থাকে, এবং এন্টারপ্রাইজ গ্রেডের বিভিন্ন ডিভাইস, যেমনঃ রাউটার, সুইচ, ফায়ারওয়াল, ওয়্যারলেস কন্ট্রোলার, সার্ভার, স্টোরেজ, নেটওয়ার্ক কন্ট্রোলার, ইত্যাদি ব্যবহার হয়। ক্যাম্পাস নেটওয়ার্ক বলতে যে কোনো ইউনিভার্সিটির ক্যাম্পাস নেটওয়ার্ক বোঝাবে ব্যাপারটি এমন নয়। বড় প্রতিষ্ঠানের বা কোনো শিল্প গ্রুপের কর্পোরেট অফিসের মধ্যেও এমন নেটওয়ার্ক থাকতে পারে, অর্থাৎ যে নেটওয়ার্কে অনেক ইউজার, অনেক ডিপার্টমেন্ট, অনেক ব্রাঞ্চ অফিস, একত্রে যুক্ত থাকে এমন নেটওয়ার্কে কে Campus Area Network (CAN) বলা যেতে পারে। নিচে CAN নেটওয়ার্কের একটি ধারণা দেওয়া হয়েছে।

ক্যাম্পাস নেটওয়ার্কে যে সকল কম্পোনেন্ট সমূহ থাকতে পারে সেটার একটা লিস্ট নিচে দেওয়া হয়েছেঃ
- Router & Bandwidth Controller
- Network Security Appliance – Firewall, IPS
- Network Switch – Core Switch, Distribution Switch, Access Switch
- Server Systems – File Server, Web Server, DNS Server, Storage Server
- Wireless Access Point (AP)
- Wireless Access Point Controller (WLC)
- Communication Server (VoIP/IP Phone Server)
- Surveillance Systems (CCTV, NVR)
- Network Management System (NMS)
- Network Media – Copper, Optical Fiber, Wireless
✅Storage Area Network (SAN)
SAN বা Storage Area Network হলো এমন একটি নেটওয়ার্ক যেখানে ডেটা সংরক্ষণের (Store) জন্য বিভিন্ন ডিভাইস পরস্পরের সাথে সংযুক্ত থাকে। সাধারণত ব্যাংক, কর্পোরেট অফিস, মিডিয়া অফিস, টেলিকম প্রতিষ্ঠানসহ যেসব সংস্থার ডেটার পরিমাণ বেশি এবং তা গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত হয়, তারা LAN এর পাশাপাশি সেন্ট্রাল ডেটা সংরক্ষণের জন্য SAN সলিউশন ব্যবহার করে। SAN নেটওয়ার্ক সাধারণত ব্যয়বহুল হলেও, হাই (High) ভলিউম ডেটা দ্রুত এবং কম ল্যাটেন্সির (Low Latency) মাধ্যমে স্থানান্তরের প্রয়োজন হলে SAN একটি নির্ভরযোগ্য সমাধান হিসেবে ব্যবহৃত হয়। নিচে SAN নেটওয়ার্কের একটি চিত্র দেওয়া হয়েছে, যেখানে LAN এর সাথে SAN এর বিভিন্ন কম্পোনেন্ট সংযুক্ত রয়েছে

SAN নেটওয়ার্কে যে সকল কম্পোনেন্ট সমূহ থাকতে পারে, তার একটা লিস্ট নিচে দেওয়া হয়েছেঃ
- Host (Data Source)
- Server Systems
- Host Bus Adapter (HBA)
- SAN Switch
- Storage Controller
- Storage Array (Disk Array)
- SAN Media (Fiber, Copper)
Reference: CSL Training এর Network Essentials (Networking 101) এর বই থেকে সংগৃহীত।
