CCNA তে রাউটিং করতে কি কি ডিভাইস ব্যবহার করেছি?

CCNA তে রাউটিং করতে কি কি ডিভাইস ব্যবহার করেছি?

উত্তরঃ CCNA কোর্সের সিলেবাস অনুযায়ী Static, Default, OSPF রাউটিং কনফিগার করা শিখেছি। প্রথমে Cisco Packet Tracer দিয়ে একটি টপোলজি ডিজাইন করে রাউটিং কনফিগারেশন বেসিক শিখেছি। এরপর একই টপোলজি অনুযায়ী Cisco রাউটার ব্যবহার করে হাতে কলমে রাউটিং শিখেছি। রাউটিং শেখার জন্য যে সকল Cisco ডিভাইস ব্যবহার করেছি, সেইগুলার নামে এবং মডেল নাম্বার নিচের লিস্টে উল্লেখ করা হয়েছেঃ

 ·        Cisco Router 2900 Series

·        Cisco Router 3800 Series

·        Cisco Router 1900 Series

·        Cisco Switch 3750 Series

·        Console Cable & Putty Software