RHEL সিস্টেম যখন স্টার্ট করা হয়, তখন Grub বুটলোডার ডিফল্ট ভাবে ‘5’ সেকেন্ড অপেক্ষা করবে। এই ‘5’ সেকেন্ডের মধ্যে যদি কোনও কার্নেল সিলেক্ট না করা হয়, তাহলে ডিফল্ট বুটলোডার অনুযায়ী প্রথম কার্নেল লোড হবে। তবে, চাইলে ডিফল্ট টাইম পরিবর্তন করে নিজেদের ইচ্ছেমত টাইম সেট করা যাবে। এই পোষ্টে RHEL/CentOS এর বুট লোডারের (Grub) ডিফল্ট ওয়েটিং টাইম কিভাবে পরিবর্তন করা হয়, এই ব্যাপারে ধারাবাহিক ভাবে আলোচনা করা হয়েছে।

বুট লোডারের (Grub) ডিফল্ট ওয়েটিং টাইম পরিবর্তন করতে স্ক্রিনসুট অনুযায়ী ‘/boot/grub2/grub.cfg’ ফাইলটি ‘vi/vim’ দিয়ে এডিট করে ‘65’ নাম্বার লাইনের ডিফল্ট টাইম (set timeout=5) থেকে পরিবর্তন করে ইচ্ছেমত বাড়িয়ে দেওয়া যাবে।

নিচের স্ক্রীনসুট অনুযায়ী ডিফল্ট টাইম (set timeout=5) থেকে পরিবর্তন করে (set timeout=40) করা হয়েছে। ফলে সিস্টেম পরবর্তীতে যখন বুট হবে, তখন বুট স্ক্রীন ‘40’ সেকেন্ড অপেক্ষা করবে।

নিচের স্ক্রীনসুট অনুযায়ী ডিফল্ট টাইম ‘5’ সেকেন্ড থেকে পরিবর্তন করে ‘40’ সেকেন্ড করার ফলে বুট স্ক্রিন (Grub2) ‘40’ সেকেন্ড অপেক্ষা করবে। এই ‘40’ সেকেন্ডের মধ্যে কোনও কার্নেল সিলেক্ট না করলে ডিফল্ট কার্নেল লোডিং শুরু হবে।

