Sep 13, 2025

Linux Networking Related Commands

এই পোস্টে আমরা লিনাক্সের নেটওয়ার্কিং সম্পর্কিত কিছু কমান্ড শিখবো যেগুলো প্রতিনিয়ত আমাদের দরকার হয়। NIC Card, IP Address, MAC Address, IPv6 Address, Link Local Address, Gateway, Route, DNS, IP Configure সহ অনেক বিষয় তুলে ধরা হয়েছে। আর মজার বিষয় হলো এই কমান্ডগুলো অধিকাংশ লিনাক্স ডিস্ট্রিবিউশনে কাজ করবে। এই পোস্টে নেটওয়ার্ক সম্পর্কিত দুই (০২) ধরণের কমান্ড নিয়ে আলোচনা করা হবে। যারা লিনাক্সে নতুন তাদের জন্য এই পোষ্টটি খুবই উপকারী বলে আমি মনে করি।

1. লিনাক্স সিস্টেমে নেটওয়ার্ক ইন্টারফেসের (NIC) লিস্ট জানতে চাইলে নিচের দুইটা কমান্ডঃ  

নোটঃ ‘ifconfig’ অনেক ডিস্ট্রিবিউশনে কাজ করবে না সেক্ষেত্রে ‘net-tools’ নামক প্যাকেজ ইন্সটল করে নিতে হবে।

2. লিনাক্সে Active নেটওয়ার্ক কার্ডের IP এবং MAC Address দেখার জন্য নিচের কমান্ডঃ

3. লিনাক্সে নির্দিষ্ট কোনও নেটওয়ার্ক কার্ডের IP অথবা MAC এড্রেস জানার জন্য নিচের কমান্ডঃ

নোটঃ উপরে ‘ifconfig ens160’ ব্যবহার করে নেটওয়ার্ক কার্ডের ইনফরেমশন বের করা হয়েছে। নেটওয়ার্ক কার্ডের নাম হলো ‘ens160’ এবং ‘inet’ এর অর্থ হচ্ছে IPv4 Address এবং Inet6 এর অর্থ হচ্ছে IPv6 Address, পাশাপাশি ‘ether’ অর্থ Ethernet (MAC) অ্যাড্রেস

4. লিনাক্সে অস্থায়ী ভাবে IP Address সেট করার জন্য নিচের কমান্ডটি দিতে পারিঃ

নোটঃ সিস্টেমে অস্থায়ী আইপি অ্যাড্রেস সেট করার জন্য উপরের কমান্ড ব্যবহার করা যেতে পারে। প্রথম কমান্ডে আইপি অ্যাড্রেসের সাথে ডিফল্ট Subnet Mask নিয়ে নিবে। আর যদি Subnet Mask উল্লেখ করতে চাই, তাহলে দ্বিতীয় কমান্ডের মতো উল্লেখ করতে হবে। নেটওয়ার্ক ইন্টারফেস হিসেবে ‘ens160’ ব্যবহার হয়েছে।

5. লিনাক্সে নেটওয়ার্ক কার্ড Disable/enable করার জন্য নিচের কমান্ডঃ

6. লিনাক্সে একটা ইন্টারফেসে একাধিক IP Address সেট করার জন্য নিচের কমান্ডঃ

নোটঃ উপরের কমান্ডে একটি ইন্টারফেসে অস্থায়ী পদ্ধতিতে একাধিক আইপি অ্যাড্রেস বসানো হয়েছে, এক্ষেত্রে সিস্টেম Restart দিলে চলে যাবে।

7. লিনাক্সে একাধিক ভার্চুয়াল ইন্টারফেস তৈরী এবং আইপি অ্যাড্রেস (IPv4) সেট করার জন্য নিচের কমান্ডঃ

নোটঃ উপরের কমান্ডে ‘ens192’ ইন্টারফেসের (MAC) ব্যবহার করে তিনটি (০৩) ভার্চুয়াল ইন্টারফেস (ens192:1, ens192:2, ens192:3) তৈরি করা হয়েছে। অর্থাৎ তিনটি (০৩) ইন্টারফেসের MAC Address একই দেখাবে মূল ইন্টারফেস ‘ens192’ থেকে। সিস্টেম Restart দিলে আইপি (IP Address) চলে যাবে। এটা চাইলে স্থায়ী ভাবে করা যাবে। IP based ভার্চুয়াল হোস্টিং এর কাজে ব্যবহার হয়।

8. লিনাক্সে রাউটিং টেবিল দেখার জন্য নিচের কমান্ডঃ

নোটঃ সিস্টেমে আইপি অ্যাড্রেস না থাকলে কোনও রাউট টেবিল আসবে না। আবার সিস্টেমে একাধিক নেটওয়ার্ক/ইন্টারফেস থাকলে ডিফল্ট গেটওয়ে সবার উপরে থাকবে।

9. লিনাক্সে ডিফল্ট গেটওয়ে Add করার জন্য নিচের কমান্ডঃ

নোটঃ উপরের দ্বিতীয় কমান্ডের শেষে ইন্টারফেস হিসেবে ‘ens160’ দেখানো হয়েছে। অর্থাৎ নির্দিষ্ট কোনও ইন্টারফেস দিয়ে রাউট দিতে চাইলে সেই ইন্টারফেসের নাম উল্লেখ করতে হবে।

10. লিনাক্সে ডিফল্ট গেটওয়ে ডিলিট (Delete) করার জন্য নিচের কমান্ডঃ

নোটঃ কোনও নির্দিষ্ট ইন্টারফেস থেকে ডিফল্ট গেটওয়ে ডিলিট করার জন্য কমান্ডের সাথে ইন্টারফেসের নাম উল্লেখ করতে হবে। উপরের দ্বিতীয় কমান্ডের শেষে ইন্টারফেস হিসেবে ‘ens160’ দেখানো হয়েছে।

11. লিনাক্সে static route add/delete করার জন্য নিচের কমান্ডঃ

নোটঃ উপরের কমান্ডে নির্দিষ্ট ইন্টারফেস ‘ens160’ দিয়ে এবং নেক্সট গেটওয়ে (Hop) 192.168.12.2 হয়ে রাউট যোগ করা হয়েছে।

Avatar photo
Md. Azaj Ikbal

Red Hat | CentOS | Ubuntu | Shell Scripting | Server Hardening | Server Clustering | Virtualization | VMware | vSphere | vCenter | ESXi | vMotion | SAN Storage | vSAN | VMware Data Center | Windows Server Domain Controller | DNS & DNS Sec | RADIUS | Cacti | Observium | GrayLog | Veeam Backup | Huawei Networking | Cisco Networking | IP Telephony | Server Admin | Network Engineer