Sep 13, 2025

Linux ‘ping’ Commands by Example

PING (Packet INternet Groper) একটি নেটওয়ার্কিং কানেক্টিভিটি টেস্টিং ইউটিলিটি। দুইটি হোস্টের মধ্যে সংযোগ (Connectivity) সচল আছে কিনা তা যাচাই করার সবচেয়ে সহজ এবং উত্তম উপায় হলো ‘ping’ কমান্ড। ‘ping’ কমান্ড ব্যবহার করে লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN) অথবা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) এর যেকোনও হোস্ট/পিসি/সার্ভার/রাউটার/গেটওয়ে/ওয়েবসাইট এর কানেক্টিভিটি টেস্ট করা যায়। PING মূলত OSI নেটওয়ার্ক নেটওয়ার্ক লেয়ারে (Layer 3) কাজ করে এবং প্রটোকল হিসেবে ICMP (IPv4) এবং ICMPv6 (IPv6) ব্যবহার করে। এই পোষ্টে আমরা লিনাক্স অপারেটিং সিস্টেমে ব্যবহৃত বিভিন্ন ‘ping’ কমান্ডের ব্যবহার তুলে ধরবোঃ

➡ 01. কোনও হোস্ট বা সার্ভারকে ping করতে চাইলে নিচের কমান্ডঃ

নোটঃ লিনাক্সে সাধারণত Continuous Ping হয়। Ping থামানোর (stop) জন্য ‘Ctrl+C’ প্রেস করতে হবে।

➡02. Time Interval উল্লেখ করে অর্থাৎ ৫ (পাঁচ) সেকেন্ড পরপর Ping টেস্ট করতে চাইলে নিচের কমান্ডঃ

➡03. Time Interval 1’ সেকেন্ডের নিচে অর্থাৎ ‘0.1’ সেকেন্ড পরপর Ping টেস্ট করতে নিচের কমান্ডঃ

➡04. লিনাক্সে সাধারণত Continuous Ping হয় অর্থাৎ যতক্ষণ না stop (Ctrl+C) করা হবে ততক্ষণ চলতে থাকবে। আর যদি নির্দিষ্ট কিয়েকটি (৪ টি) ping দিতে চাইলে নিচের কমান্ডঃ

➡05. Local host (loopback Address) কে ping করতে চাইলে নিচের কমান্ড গুলো:

➡06. নিচের কমান্ডের মাধ্যমে ping এর default প্যাকেট size (56 Bytes) এর পরিবর্তে সাইজ বাড়িয়ে (100) করে ping দেওয়া যাবেঃ

➡07. নিচের ‘ping’ কমান্ডেরমাধ্যমে কোনও ডেস্টিনেশন এড্রেস কে ping দিলে আর সেটা যদি Unreachable থেকে Reachable হলে (reply দিলে) সিস্টেম থেকে বীফ (beep) সাউন্ড দিবেঃ

➡08. নিচের ‘ping’ কমান্ডেরমাধ্যমে কোনও ডেস্টিনেশন এড্রেসের শুধু Ping Summary দেখা যাবেঃ

➡09. নিচের ‘ping’ কমান্ডের মাধ্যমে কোনও ডেস্টিনেশন এড্রেস কে নিদির্ষ্ট কোনও Hop (gateway) দিয়ে Ping করা যাবেঃ

➡10. নিচের কমান্ডের মাধ্যমে IPv6 এড্রেস কে ping করা যাবেঃ

Avatar photo
Md. Azaj Ikbal

Red Hat | CentOS | Ubuntu | Shell Scripting | Server Hardening | Server Clustering | Virtualization | VMware | vSphere | vCenter | ESXi | vMotion | SAN Storage | vSAN | VMware Data Center | Windows Server Domain Controller | DNS & DNS Sec | RADIUS | Cacti | Observium | GrayLog | Veeam Backup | Huawei Networking | Cisco Networking | IP Telephony | Server Admin | Network Engineer