Loopback বা localhost আইপি অ্যাড্রেস হলো একটি বিল্ট-ইন সিস্টেম অ্যাড্রেস, যা সার্ভার, পিসি, স্মার্টফোন, রাউটার, ম্যানেজড সুইচ এবং ফায়ারওয়ালের মতো বিভিন্ন নেটওয়ার্কিং ডিভাইসে সিস্টেম লেভেলে বিদ্যমান থাকে। এটি মূলত TCP/IP প্রটোকল স্ট্যাক, নেটওয়ার্কিং সার্ভিস, ডিভাইস টেস্টিং ও ডায়াগনস্টিক কাজে ব্যবহৃত হয়। Loopback অ্যাড্রেসের ক্ষেত্রে IPv4 এর জন্য সংরক্ষিত নেটওয়ার্ক ব্লক হলো 127.0.0.0/8, যার মধ্যে সবচেয়ে প্রচলিত আইপি হলো 127.0.0.1 এবং IPv6 এর ক্ষেত্রে Loopback অ্যাড্রেস হলো ::1/128 আইপি। উইন্ডোজ ও লিনাক্স অপারেটিং সিস্টেম থেকে যথাক্রমে ‘ping 127.0.0.1’ ও ‘ping ::1’ কমান্ড ব্যবহার করে এই Loopback অ্যাড্রেস টেস্ট করা যায়।

Reference: CSL Training এর Network Essentials (Networking 101) এর বই থেকে সংগৃহীত।
