Oct 15, 2025

Uses of Networking Tools

নেটওয়ার্ক স্থাপন, নেটওয়ার্ক র‍্যাক ইন্সটলেশন এবং সম্পূর্ণ নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার নির্মাণের সময় বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং টুলস প্রয়োজন হয়। এসব টুলের সাহায্যে ক্যাবল তৈরি, কানেক্টর সংযুক্তি, ক্যাবল টেস্টিং, নেটওয়ার্ক মেইন্টেন্যান্স (Maintenance) এবং সমস্যা সমাধান (Troubleshooting) কার্যক্রম সহজে ও দক্ষতার সঙ্গে সম্পন্ন করা যায়। নিচে সচরাচর ব্যবহৃত গুরুত্বপূর্ণ কিছু নেটওয়ার্কিং টুলস এবং সেগুলার ব্যবহার তুলে ধরা হলোঃ

UTP ক্যাবলের দুই প্রান্তে কানেক্টর সংযুক্ত করার পূর্বে ক্যাবলের বাইরের জ্যাকেট অপসারণের জন্য Cable Cutter/Stripper ব্যবহার করা হয়। এই টুলের মাধ্যমে সহজে এবং নিখুঁতভাবে ক্যাবলের জ্যাকেট কেটে ভিতরের প্যাঁচানো জোড়া (Twisted Pair) তার বের করা যায়, যা পরবর্তী RJ45 কানেক্টর লাগানোর জন্য প্রস্তুত করা হয়। Stripper টুল ব্যবহার করলে ক্যাবল ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম থাকে।

Figure: Cable Cutter/Striper

ইথারনেট বা নেটওয়ার্ক ক্যাবল (UTP) তৈরি করার জন্য Crimper টুল ব্যবহার করা হয়। এই টুলের মাধ্যমে UTP ক্যাবলের দুই প্রান্তে RJ45 (8 Pin) কানেক্টর যুক্ত করে সম্পূর্ণ ইথারনেট/নেটওয়ার্ক ক্যাবল তৈরি করা যায়। কিছু কিছু উন্নত Crimper টুল দিয়ে RJ45 ছাড়াও RJ11RJ12 (6 Pin) ধরনের কানেক্টরও সংযুক্ত করা যায়, যা সাধারণত টেলিফোন লাইন বা নির্দিষ্ট ধরনের কমিউনিকেশন ক্যাবল হিসেবে ব্যবহৃত হয়।

Figure: Crimping Tool

নেটওয়ার্ক বা ইথারনেট ক্যাবল (UTP) তৈরি করার পর, ক্যাবলটি ঠিকভাবে কাজ করছে কিনা তা যাচাই করতে Cable Tester ব্যবহার করা হয়। এছাড়াও, কোনো বিদ্যমান UTP ক্যাবলে ত্রুটি বা সমস্যা আছে কি না, সেটিও Cable Tester এর মাধ্যমে সহজে খুঁজে বের করা যায়। Cable Tester এর সাহায্যে 4Pin/8Pin বিশিষ্ট UTP ক্যাবলের কোনো সংযোগ মিসিং হলে, কিংবা RJ45 কানেক্টরের (8Pin) কোনো পিনের সংযোগ বিচ্ছিন্ন থাকলে সেটি শনাক্ত করা সম্ভব হয়।

Cable Tester সাধারণত দুইটি অংশে বিভক্ত থাকে। ইথারনেট ক্যাবল তৈরির পর, ক্যাবলের দুই প্রান্ত যথাক্রমে Cable Tester এর দুইটি অংশের পোর্টে সংযুক্ত করতে হয়। এরপর Cable Tester এর সুইচ অন করলে বোঝা যায় ক্যাবলটি সঠিকভাবে তৈরি হয়েছে কিনা এবং RJ45 কানেক্টরের কোনো পিনের সংযোগ বিচ্ছিন্ন আছে কি না। যদি Cable Tester উভয় অংশের প্রতিটি পিনের LED লাইট একই সময় একসাথে জ্বলে, তাহলে ধরে নিতে হবে সংযোগ সঠিক রয়েছে। অন্যদিকে, যদি বড় ও ছোট অংশের পিনের LED লাইট আলাদা আলাদা সময় বা অনিয়মিতভাবে জ্বলে, তবে বোঝা যাবে যে ক্যাবলের দুই প্রান্তের কানেক্টরের পিন সংযোগে তারতম্য বা কোনো সমস্যা রয়েছে।

Figure: Ethernet Cable Tester

Punch Down Tool একটি বিশেষ হ্যান্ড টুল যা নেটওয়ার্ক ক্যাবল (UTP) এর তারগুলোকে Keystone Jack, Patch Panel বা Terminal Block এর নির্ধারিত স্লটে চেপে বসানোর জন্য ব্যবহার করা হয়। এই টুল দিয়ে ক্যাবলের প্রতিটি তার নির্দিষ্ট স্থানে চাপ দিয়ে বসানো হয়, যাতে সেটি সঠিকভাবে সংযুক্ত হয় এবং আলাদা কোনো সোল্ডার বা কানেক্টরের দরকার না হয়। টুলটির ধারালো অংশ তারের বাইরের কভার কেটে দিয়ে সরাসরি তামা অংশ (copper conductor) কে সংযোগ স্থলে বসিয়ে দেয়।

Figure: Punch Down Tool

Reference: CSL Training এর Network Essentials (Networking 101) এর বই থেকে সংগৃহীত।

Avatar photo
Md. Azaj Ikbal

Red Hat | CentOS | Ubuntu | Shell Scripting | Server Hardening | Server Clustering | Virtualization | VMware | vSphere | vCenter | ESXi | vMotion | SAN Storage | vSAN | VMware Data Center | Windows Server Domain Controller | DNS & DNS Sec | RADIUS | Cacti | Observium | GrayLog | Veeam Backup | Huawei Networking | Cisco Networking | IP Telephony | Server Admin | Network Engineer