ছোট অফিস বা হোম নেটওয়ার্কের জন্য বিভিন্ন ব্র্যান্ডের রাউটার, সুইচ, মডেম, ও এক্সেস পয়েন্ট (AP) পাওয়া যায়। তবে, এন্টারপ্রাইজ (Enterprise) নেটওয়ার্ক বা বড় সাইজের নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট প্রতিষ্ঠানই নেটওয়ার্ক ডিভাইস প্রস্তুত (Manufacture) করে। সব প্রতিষ্ঠান সব ধরনের নেটওয়ার্ক ডিভাইস তৈরি করে না, কারণ একই প্রতিষ্ঠানের সব পণ্য সর্বোত্তম মানের নাও হতে পারে। যেমন, কোনো প্রতিষ্ঠানের রাউটার ভালো, আবার অন্য কোনো প্রতিষ্ঠানের ফায়ারওয়াল উন্নত হতে পারে। এন্টারপ্রাইজ গ্রেডের নেটওয়ার্কিংয়ে শুধু হার্ডওয়্যার নয়, সংশ্লিষ্ট সফটওয়্যার বা অপারেটিং সিস্টেমের ফিচারও (Features) অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউজার ইন্টারফেস, ব্যবহারের সুবিধা ও ফিচার (Features) যত উন্নত, সেই ভেন্ডরের ডিভাইসের চাহিদা ও মার্কেট শেয়ার তত বেশি হয়।

নিচের টেবিলে বিভিন্ন নেটওয়ার্কিং ডিভাইস প্রস্তুতকারক (Manufacturer) প্রতিষ্ঠানের নাম এবং তাদের প্রধান প্রধান নেটওয়ার্কিং প্রডাক্ট উল্লেখ করা হয়েছেঃ
Manufacturer | Popular Networking Product List |
---|---|
Cisco | Router, Switch, Firewall, Wireless, SD-WAN, Call Manager, Datacenter |
Juniper | Router, Switch, Firewall, SDN, Datacenter |
Huawei | Router, Switch, Firewall, Wireless, Storage, Server, Telecom, Datacenter |
Fortinet | Firewall, Switch, Wireless, Security Appliance |
HPE | Storage, Server, Blade Server, Switch, SAN Network |
Dell EMC | Server, Storage, Blade Server, Datacenter, SAN Network |
PaloAlto | Firewall, Cloud Security, SD-WAN |
IBM | Supercomputer, Storage, Server, SAN Network, Datacenter |
Checkpoint | Firewall, Endpoint Protection |
F5 | Load balancer |
NetApp | Storage Solution, Backup Solution |
Nokia | Telecom, SDN, Cloud, Optical Transmission |
Supermicro | Server, Network Card, Storage Adapter |
Sophos | Firewall, UTM, Antivirus Server |
MikroTik | Router, Switch, Bandwidth Manager, Load Balancer, Wireless |
NEC | Telecom, Datacenter, Server, SDN, Optical Transmission |
ZTE | Telco, Datacenter, Optical Transmission |
Belkin | Switch, Wireless, Consumer-grade Network Accessories |
Avaya | IP Telephony Solution |
WatchGuard | Security Solution |
SonicWALL | Firewall & Security Appliance |
Motorola | Telecom, Datacenter, Wireless, SDN |
Ericsson | Telco, Datacenter, Server, SDN, Optical Transmission |
D-Link | Switch, Wireless, Network Accessories |
Netgear | Switch, Wireless, Network Accessories |
TP-Link | Switch, Wireless, Network Accessories |
BDCOM | Switch, OLT, ONU, Optical Transmission |
Bluecoat | Web Security & Proxy Appliance |
Barracuda | Firewall, Email Filtering |
Fujitsu | Server, Supercomputer, Storage |
QLOGIC | Server and Storage Solution |
Lenovo | Server, Storage, Datacenter |
pfSense | Security, Bandwidth Controller, Firewall |
QNAP | Storage, Backup Solution |
Extreme Network | Router, Switch, Wireless Solution |
Ubiquiti | Wireless AP (UniFi), Switch, Router |
Hikvision | Surveillance Solution, Switch, Wireless Product |
Grandstream | VoIP & Unified Communications, Wireless Solution |
Ruijie | Switch, Wireless Solution, Router, Cloud Networking |
Cambium Network | Wireless Solution, Switch |
Reference: CSL Training এর Network Essentials (Networking 101) এর বই থেকে সংগৃহীত।
